আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ সংগ্রহ করুন ফ্রিতে
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ মুসলিমদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন। আমাদের দেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় মুসলিম ধর্মের আচার-অনুষ্ঠান, উৎসব সব কিছুর জন্য আমরা আরবি ক্যালেন্ডারের ওপর নির্ভরশীল। আরবী ক্যালেন্ডার ছাড়া আমরা কোনো উৎসব বা ধর্মীয় কোনো আচার-অনুষ্ঠান কিংবা ইবাদত কোনোটাই করে উঠতে পারি না।
আমরা রোজা রাখা, ঈদ, আরবি নববর্ষ সবকিছু পালন করি এই আরবি বারো মাসের ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে। এ আর্টিকেলে ২০২৬ সালের আরবি বারো মাসের ক্যালেন্ডার এর যত ইসলামিক দিবস আছে সে সম্পর্কে জানতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক আরবি ক্যালেন্ডার ২০২৬ এ কি কি রয়েছে।
পোস্ট সূচিপত্রঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬
- আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬
- আজ আরবি মাসের কত তারিখ ২০২৬
- জানুয়ারী মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
- ফেব্রুয়ারী মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
- আরবি মাসের নাম ক্যালেন্ডার মার্চ ২০২৬
- এপ্রিল মাসের ২০২৬ সালের আরবি ক্যালেন্ডার
- মে মাসের বাংলাদেশে আজ ইসলামিক আরবি তারিখ কত
- জুন মাসের আরবি ক্যালেন্ডার আজকের তারিখ
- আজকে আরবি মাসের কত তারিখ জুলাই ২০২৬
- আরবি ক্যালেন্ডার আগস্ট মাসের আজকে কত তারিখ
- আরবি মাসের ক্যালেন্ডার সেপ্টেম্বর ২০২৬
- অক্টোবর ২০২৬ সালের ইংরেজি আরবি ক্যালেন্ডার
- আরবি ক্যালেন্ডার নভেম্বর মাসের ২০২৬
- ডিসেম্বর মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
- আরবি বারো মাসের ক্যালেন্ডার ২০২৬ এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
- উপসংহারঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ মুসলিম জাতির কাছে অত্যান্ত গুরুত্বপূর্ন । আরবি ক্যালেন্ডার কে হিজরী সালও বলা হয়। খ্রিস্টীয় ক্যালেন্ডারের মত হিজরী সালো বারোটি মাস নিয়ে গঠিত। মহান আল্লাহ সুবহানাতায়ালা পবিত্র কুরআন মাজীদে এরশাদ করেছেন, “নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত মাসের সংখ্যা ১২ টি, যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যার মধ্যে চারটি মাস অনেক পবিত্র, এটাই সঠিক পথ সুতরাং এই মাসে একে অপরের প্রতি জুলুম করো না”- (সূরা তাওবা, আয়াতঃ৩৬)
ইংরেজি মাসকে সৌরমাস বলা হয় এবং হিজরী বা আরবি মাসকে চান্দ্র মাস বলা হয়। কারন
ইংরেজি মাস কে সূর্যের সাথে হিসাব নিকাশ করা হয়। কিন্তু হিজরী বা আরবি মাসকে
চন্দ্রের সাথে তুলনা করা হয়। চাঁদের যেদিন ওঠে সেদিন আরবি নতুন মাস শুরু হয়। এবং
চাঁদ যেদিন ডোবে সেদিন আরবি মাস শেষ হয়। এ কারনেই আরবী ক্যালেন্ডারের যে কোনো
বিষয় চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যেহেতু ইসলাম পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম গ্রন্থের
মধ্যে একটি, সুতরাং পৃথিবীর মানুষের বড় অংশ ইসলাম ধর্মালম্বি। যে কারনে হিজরী
ক্যালেন্ডার সবচেয়ে বেশি ব্যাবহৃত ক্যালেন্ডার গুলোর একটি।
এক নজরে আরবি ও ইংরেজি মাস
- রজব - শাবান ১৪৪৭ -- জানুয়ারি ২০২৬
- শাবান - রমাজান ১৪৪৭ -- ফেব্রুয়ারি ২০২৬
- রমাজান - শাওয়াল ১৪৪৭ -- মার্চ ২০২৬
- শাওয়াল - জ্বিলকদ ১৪৪৭ -- এপ্রিল ২০২৬
- জ্বিলকদ - জ্বিলহজ্জ ১৪৪৭ -- মে ২০২৬
- জ্বিলহজ্জ - মুহাররম ১৪৪৮ -- জুন ২০২৬
- মুহাররম - সফর ১৪৪৮ -- জুলাই ২০২৬
- সফর - রবিউল-আওয়াল ১৪৪৮ -- আগস্ট ২০২৬
- রবিউল-আওয়াল - রবিউস-সানি ১৪৪৮ -- সেপ্টেম্বর ২০২৬
- রবিউস-সানি - জামাদিউল-আওয়াল ১৪৪৮ -- অক্টোবর ২০২৬
- জামাদিউল-আওয়াল - জামাদিউস-সানি ১৪৪৮ -- নভেম্বর ২০২৬
- জামাদিউস-সানি - রজব ১৪৪৮ -- ডিসেম্বর ২০২৬
আরো পড়ুন: বাংলা আর্টিকেল লিখার নিয়ম সমূহ
আজ আরবি মাসের কত তারিখ ২০২৬
আমাদের দেশে সবথেকে বহুল ব্যবহৃত ক্যালেন্ডার হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার। কারণ ইংরেজি ক্যালেন্ডার আমাদের কাছে সহজলভ্য এবং সহজ বোধ্য বলেই মনে হয়। ইংরেজি ক্যালেন্ডার আমরা সবাই সারা পৃথিবীর সাথে তাল মিলাতে গিয়ে ব্যবহার করি। তবে আমাদের দেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় অনেক মুসলিম রয়েছেন যারা আরবি ক্যালেন্ডার এর উপর নির্ভরশীল। তারা আরবি ক্যালেন্ডার দেখে বিভিন্ন ধরনের ইবাদত করে থাকেন। তায় মুসলিমদের জন্য আরবি ক্যালেন্ডার অপরিহার্য একটি ক্যালেন্ডার।
যে কারণে মানুষ অনেক জানতে চায় আজকে আরবি মাসের কত তারিখ বা আরবি মাসের কত তারিখ আজ ২০২৬। কারণ যদি কবে কোন দিবস রয়েছে তা কোনো মুসলিম না জেনে থাকেন তবে ঐ দিনে ইবাদত করা তার পক্ষে সম্ভব হবে না। তাহলে চলুন আমরা দেখে আসি ২০২৬ সালের আরবি ক্যালেন্ডার আজকে তারিখ কত এবং কবে কি দিবস রয়েছে সবকিছু। এসব কিছু জানতে হলে আপনাদের নিচের সম্পূর্ন আর্টিকেলটি পড়তে হবে। তবে মনে রাখবেন আরবি ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
জানুয়ারী মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
প্রথমেই আমরা জেনে নিই, আরবি সাল কে হিজরী সাল বলা হয় কেন? হিজরী শব্দটি এসেছে “হিজরত” থেকে। হিজরত হলো, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) যখন মহান আল্লাহ তায়ালার নির্দেশে মক্কা থেকে মদিনায় গমন করেন, এই মদিনায় গমন করাকে হিজরত বলা হয়। অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যখন হযরত মুহাম্মদ (সাঃ) গমন করেন, তার এই গমন বা স্থানান্তরকে হিজরত বলা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হিজরতের পর থেকে চন্দ্র মাস বা চন্দ্রপঞ্জিকা গণনা শুরু করা হয়, এজন্য একে হিজরী সাল বলা হয়।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারী মাসের ০১ তারিখে, হিজরী রজব মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার। আরবি মাসের সাথে ইংরেজি মাসের তারিখ মিলে না। কোনো ক্যালেন্ডারের সাথেই সাধারনত কোনো ক্যালেন্ডারের তারিখ মিলে না। কারন সব সাল একই সময় থেকে হিসাব করা হয় না। প্রতিটা সাল ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রয়োজনে গণনা শুরু করা হয়। এসব সাল গননার পেছনে রয়েছে সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ফসল লাগানোর হিসাব করার সুবিধার্থে কিংবা ধর্মীয় কারণে।
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (রজব - শাবান) |
---|---|---|
০১ | বৃহস্পতিবার | ১২ |
০২ | শুক্রবার | ১৩ |
০৩ | শনিবার | ১৪ |
০৪ | রবিবার | ১৫ |
০৫ | সোমবার | ১৬ |
০৬ | মঙ্গলবার | ১৭ |
০৭ | বুধবার | ১৮ |
০৮ | বৃহস্পতিবার | ১৯ |
০৯ | শুক্রবার | ২০ |
১০ | শনিবার | ২১ |
১১ | রবিবার | ২২ |
১২ | সোমবার | ২৩ |
১৩ | মঙ্গলবার | ২৪ |
১৪ | বুধবার | ২৫ |
১৫ | বৃহস্পতিবার | ২৬ |
১৬ | শুক্রবার | ২৭ (সবে মেরাজ) |
১৭ | শনিবার | ২৮ |
১৮ | রবিবার | ২৯ |
১৯ | সোমবার | ৩০ |
২০ | মঙ্গলবার | ০১ (প্রথম শাবান) |
২১ | বুধবার | ০২ |
২২ | বৃহস্পতিবার | ০৩ |
২৩ | শুক্রবার | ০৪ |
২৪ | শনিবার | ০৫ |
২৫ | রবিবার | ০৬ |
২৬ | সোমবার | ০৭ |
২৭ | মঙ্গলবার | ০৮ |
২৮ | বুধবার | ০৯ |
২৯ | বৃহস্পতিবার | ১০ |
৩০ | শুক্রবার | ১১ |
৩১ | শনিবার | ১২ |
ফেব্রুয়ারী মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আরবি মাসের সাবান ও রমজান মাস পড়েছে। শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি দিন “নিসফুশ-শাবান” বা “শবে বরাত” নামে আমরা যাকে চিনি। শাবান মাসের ১৪ ও ১৫ তারিখ এর মধ্যবর্তী রাতকে “নিসফুশ-সাবান” বা লাইলাতুল বরাত বলা হয়। লাইলাতুল বরাত অর্থ মুক্তির রাত। এ রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রার্থনায় মগ্ন থাকে। মুসলিমদের বিশ্বাস অনুসারে, আল্লাহ এ রাতে তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন এবং ইবাদতের জন্য অনেক সওয়াব দান করেন। মুসলিমরা এ রাতে নফল নামাজ, জিকির, নিজের পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করা ইত্যাদির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
এই মাসে আরো একটি গুরুত্বপূর্ণ মাস পড়েছে তা হলো রমজান। রমজান মুসলিম উম্মাহর
কাছে গুরুত্বপূর্ণ একটি মাস। এটিকে সিয়াম সাধনার মাস বলা হয়। এই মাসে মুসলিমরা
সিয়াম পালন করে থাকে। এই মাসে মুসলিম ধর্মাবলম্বীরা সারাদিন পানাহার থেকে বিরত
থাকেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। রমজানে সেহরি ও ইফতার
মুসলিমদের জন্য অনেক মজার একটি বিষয়। এছাড়াও তারাবির নামাজ আরো একটি
গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমরা উৎসবমুখর পরিবেশে তারাবির নামাজ আদায় করে এবং এর
মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে।
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (শাবান - রমাজান) |
---|---|---|
০১ | রবিবার | ১৩ |
০২ | সোমবার | ১৪ |
০৩ | মঙ্গলবার | ১৫ (নিসফুশ-শাবান) |
০৪ | বুধবার | ১৬ |
০৫ | বৃহস্পতিবার | ১৭ |
০৬ | শুক্রবার | ১৮ |
০৭ | শনিবার | ১৯ |
০৮ | রবিবার | ২০ |
০৯ | সোমবার | ২১ |
১০ | মঙ্গলবার | ২২ |
১১ | বুধবার | ২৩ |
১২ | বৃহস্পতিবার | ২৪ |
১৩ | শুক্রবার | ২৫ |
১৪ | শনিবার | ২৬ |
১৫ | রবিবার | ২৭ |
১৬ | সোমবার | ২৮ |
১৭ | মঙ্গলবার | ২৯ |
১৮ | বুধবার | ৩০ |
১৯ | বৃহস্পতিবার | ০১ (প্রথম রমাজান) |
২০ | শুক্রবার | ০২ |
২১ | শনিবার | ০৩ |
২২ | রবিবার | ০৪ |
২৩ | সোমবার | ০৫ |
২৪ | মঙ্গলবার | ০৬ |
২৫ | বুধবার | ০৭ |
২৬ | বৃহস্পতিবার | ০৮ |
২৭ | শুক্রবার | ০৯ |
২৮ | শনিবার | ১০ |
আরবি মাসের নাম ক্যালেন্ডার মার্চ ২০২৬
মার্চ মাসের ১ তারিখ রোজ রবিবার ১৪৪৭ হিজরী আরবি রমজান মাসের ১১ তারিখ। এই মাসে গুরুত্বপূর্ণ দুটি দিবস রয়েছে সেগুলো হলো শবে কদর ও ঈদুল ফিতর। শবে কদর মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিবস। সাধারণত ২৬ রমজান দিবাগত রাতকে শবে কদর বলা হয়। এরাতে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে সারারাত ইবাদত করেন। তারা মসজিদের মসজিদে নামাজ পড়েন, জিকির আসকার করেন, দোয়া করেন। এর মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। বলা হয়ে থাকে মহান আল্লাহতালা এ রাতে প্রথম আসমানে অবস্থান করেন এবং বান্দাদের প্রার্থনা কবুল করেন। আমরা মুসলিমদের বিশ্বাস এই রাতের ইবাদতে প্রচুর নেকি পাওয়া যায়।
আরো পড়ুন: কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
এই মাসে আরো একটি গুরুত্বপূর্ণ দিবস ঈদুল ফিতর। চাঁদ দেখা গেলে মার্চ মাসের
২০ তারিখ রোজ শুক্রবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। মুসলিমদের সব থেকে বড় যে
উৎসবগুলো রয়েছে তার মধ্যে ঈদুল ফিতর অন্যতম। একমাস সিয়াম সাধনার পর মুসলিমদের
জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে এই ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন সকলে একসাথে ঈদুল
ফিতরের নামাজ আদায় করা হয়। ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব। এদিন মুসলিমরা নতুন
পোশাক পরে, শরীরে সুগন্ধি মেখে, ঈদগাহে ঈদের নামাজ পড়তে যায়।
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (রমাজান - শাওয়াল) |
---|---|---|
০১ | রবিবার | ১১ |
০২ | সোমবার | ১২ |
০৩ | মঙ্গলবার | ১৩ |
০৪ | বুধবার | ১৪ |
০৫ | বৃহস্পতিবার | ১৫ |
০৬ | শুক্রবার | ১৬ |
০৭ | শনিবার | ১৭ |
০৮ | রবিবার | ১৮ |
০৯ | সোমবার | ১৯ |
১০ | মঙ্গলবার | ২০ |
১১ | বুধবার | ২১ |
১২ | বৃহস্পতিবার | ২২ |
১৩ | শুক্রবার | ২৩ |
১৪ | শনিবার | ২৪ |
১৫ | রবিবার | ২৫ |
১৬ | সোমবার | ২৬ |
১৭ | মঙ্গলবার | ২৭ (শবে কদর) |
১৮ | বুধবার | ২৮ |
১৯ | বৃহস্পতিবার | ২৯ |
২০ | শুক্রবার | ০১ (ঈদুল-ফিতর) |
২১ | শনিবার | ০২ |
২২ | রবিবার | ০৩ |
২৩ | সোমবার | ০৪ |
২৪ | মঙ্গলবার | ০৫ |
২৫ | বুধবার | ০৬ |
২৬ | বৃহস্পতিবার | ০৭ |
২৭ | শুক্রবার | ০৮ |
২৮ | শনিবার | ০৯ |
২৯ | রবিবার | ১০ |
৩০ | সোমবার | ১১ |
৩১ | মঙ্গলবার | ১২ |
এপ্রিল মাসের ২০২৬ সালের আরবি ক্যালেন্ডার
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (শাওয়াল - জ্বিলকদ) |
---|---|---|
০১ | বুধবার | ১৩ |
০২ | বৃহস্পতিবার | ১৪ |
০৩ | শুক্রবার | ১৫ |
০৪ | শনিবার | ১৬ |
০৫ | রবিবার | ১৭ |
০৬ | সোমবার | ১৮ |
০৭ | মঙ্গলবার | ১৯ |
০৮ | বুধবার | ২০ |
০৯ | বৃহস্পতিবার | ২১ |
১০ | শুক্রবার | ২২ |
১১ | শনিবার | ২৩ |
১২ | রবিবার | ২৪ |
১৩ | সোমবার | ২৫ |
১৪ | মঙ্গলবার | ২৬ |
১৫ | বুধবার | ২৭ |
১৬ | বৃহস্পতিবার | ২৮ |
১৭ | শুক্রবার | ২৯ |
১৮ | শনিবার | ০১ (প্রথম জ্বিলকদ) |
১৯ | রবিবার | ০২ |
২০ | সোমবার | ০৩ |
২১ | মঙ্গলবার | ০৪ |
২২ | বুধবার | ০৫ |
২৩ | বৃহস্পতিবার | ০৬ |
২৪ | শুক্রবার | ০৭ |
২৫ | শনিবার | ০৮ |
২৬ | রবিবার | ০৯ |
২৭ | সোমবার | ১০ |
২৮ | মঙ্গলবার | ১১ |
২৯ | বুধবার | ১২ |
৩০ | বৃহস্পতিবার | ১৩ |
মে মাসের বাংলাদেশে আজ ইসলামিক আরবি তারিখ কত
আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের ১৮ তারিখ রোজ সোমবার হিজরী জিলহজ্জ মাসের ১ তারিখ পড়েছে। এ মাসে পবিত্র হজ্জ ব্রত পালন করা হয়। জিলহজ্জ মাসের ৯,১০ ও ১১ তারিখ সারা পৃথিবীর মুসলিমরা হজ্জ পালন করেন। ইসলামের ৫ টি স্তম্ভ রয়েছে। এগুলো কালিমা, নামাজ, রোজা, হজ্জ ও জাকাত। হজ্জ এই ৫টি স্তম্ভের একটি। মুসলিমদের কাছে এটি একটি গুরুত্বপূর্ন ইবাদাত। আরাফার দিন অর্থাৎ ৯ জিলহজ্জ মুসলিমরা রোজা রাখেন। এই দিনে রোজা রাখা সুন্নাহ তায় মুসলিমরা এদিন রোজা রাখেন।
এছাড়া ১০ জিলহজ্জ মুসলিমদের আরও একটি বড় উৎসব রয়েছে। এটি হলো ঈদুল আজহা। কেও কেও এটিকে বক্রা বা বক্রি ঈদও বলেন। এই ঈদে আল্লাহর উদ্যেশ্যে পশু কুরবানি করা হয়। হযরত ইব্রাহীম (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ) এর ঘটনা থেকে কুরবানীর সূত্রপাত হয়। হযরত ইব্রাহিম (আঃ) কে মহান আল্লাহতালা তার একটি প্রিয় জিনিসকে কুরবানী করতে হুকুম দেন। তার সবচেয়ে প্রিয় ছিলেন হযরত ইসমাইল (আঃ), তিনি তাকে কুরবানী করার সিদ্ধান্ত নেন। কিন্তু আল্লাহতালা তার পরীক্ষা নিচ্ছিলেন। তিনি ইসমাইল (আঃ) পরিবর্তে একটি দুম্বা কুরবানী করেন। এর পর থেকেই কোরবানির প্রচলন হয়।
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (জ্বিলকদ - জ্বিলহজ্জ) |
---|---|---|
০১ | শুক্রবার | ১৪ |
০২ | শনিবার | ১৫ |
০৩ | রবিবার | ১৬ |
০৪ | সোমবার | ১৭ |
০৫ | মঙ্গলবার | ১৭ |
০৬ | বুধবার | ১৮ |
০৭ | বৃহস্পতিবার | ১৯ |
০৮ | শুক্রবার | ২০ |
০৯ | শনিবার | ২১ |
১০ | রবিবার | ২২ |
১১ | সোমবার | ২৩ |
১২ | মঙ্গলবার | ২৪ |
১৩ | বুধবার | ২৫ |
১৪ | বৃহস্পতিবার | ২৬ |
১৫ | শুক্রবার | ২৭ |
১৬ | শনিবার | ২৮ |
১৭ | রবিবার | ২৯ |
১৮ | সোমবার | ০১ (প্রথম জ্বিলহজ্জ) |
১৯ | মঙ্গলবার | ০২ |
২০ | বুধবার | ০৩ |
২১ | বৃহস্পতিবার | ০৪ |
২২ | শুক্রবার | ০৫ |
২৩ | শনিবার | ০৬ |
২৪ | রবিবার | ০৭ |
২৫ | সোমবার | ০৮ |
২৬ | মঙ্গলবার | ০৯ (আরাফা) |
২৭ | বুধবার | ১০ (ঈদুল-আযহা) |
২৮ | বৃহস্পতিবার | ১১ (তাশরিকের দিন) |
২৯ | শুক্রবার | ১২ |
৩০ | শনিবার | ১৩ |
৩১ | রবিবার | ১৪ |
জুন মাসের আরবি ক্যালেন্ডার আজকের তারিখ
ইংরেজি জুন মাসের ১৬ তারিখ রোজ মঙ্গলবার আরবি মহাররম মাসের ১ তারিখ পড়েছে। অর্থাৎ আরবি নববর্ষ। আরবি নববর্ষ মুসলিমদের জন্য একটি আনন্দের দিন। এই দিনে আরবি নতুন বছর শুরু হয়। এ মাসে মুসলিমরা আবার নতুন বছরের সকল পরিকল্পনা নিয়ে শুরু করে সবকিছু। এ মাসের গুরুত্ব তায় মুসলিমদের কাছে একটু বেশি। ইংরেজি নববর্ষ যেভাবে পালন করা হয় আরবি নববর্ষ সেভাবে পালন করা হয় না। এটি ধর্মীয় দৃষ্টিকোন থেকে নিষেধ। তায় মুসলিমরা এ দিনটিতে আনন্দিত থাকে ঠিকই কিন্তু তারা আর পাঁচটি সাধারন দিনের মতই এ দিনটি কাটান।
এ মাসে আরও একটি গুরুত্বপূর্ন দিন রয়েছে । দিনটি হলো পবিত্র আশুরা। এই দিনটিকে কেন্দ্র করে মুসলিমরা নফল রোজা রাখেন। এবং এই দিনটিকে কেন্দ্র করে ইবাদত বন্দেগি করে থাকেন। এটি মুসলিমদের কাছে একটি স্মরণীয় দিবস। শিয়া মুসলিমদের কাছে আশুরা একটি শোকের দিন। এ দিন হুসাইন (রাঃ) কে কারবালার ময়দানে শহীদ করা হয়। এজন্য শিয়া মুসলিমরা তাদের নিজেদের শরীরে আঘাত করার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। আর সুন্নি মুসলিমরা এই দিন রোজা রাখেন কারণ এ দিন হযরত মূসা (আঃ) ও বনি ইসরায়েলরা ফেরাউনের কাছ থেকে পরিত্রাণ পান।
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (জ্বিলহজ্জ - মুহাররম) |
---|---|---|
০১ | সোমবার | ১৫ |
০২ | মঙ্গলবার | ১৬ |
০৩ | বুধবার | ১৭ |
০৪ | বৃহস্পতিবার | ১৮ |
০৫ | শুক্রবার | ১৯ |
০৬ | শনিবার | ২০ |
০৭ | রবিবার | ২১ |
০৮ | সোমবার | ২২ |
০৯ | মঙ্গলবার | ২৩ |
১০ | বুধবার | ২৪ |
১১ | বৃহস্পতিবার | ২৫ |
১২ | শুক্রবার | ২৬ |
১৩ | শনিবার | ২৭ |
১৪ | রবিবার | ২৮ |
১৫ | সোমবার | ২৯ |
১৬ | মঙ্গলবার | ০১ (আরবি নববর্ষ) |
১৭ | বুধবার | ০২ |
১৮ | বৃহস্পতিবার | ০৩ |
১৯ | শুক্রবার | ০৪ |
২০ | শনিবার | ০৫ |
২১ | রবিবার | ০৬ |
২২ | সোমবার | ০৭ |
২৩ | মঙ্গলবার | ০৮ |
২৪ | বুধবার | ০৯ |
২৫ | বৃহস্পতিবার | ১০ (পবিত্র আশুরা) |
২৬ | শুক্রবার | ১১ |
২৭ | শনিবার | ১২ |
২৮ | রবিবার | ১৩ |
২৯ | সোমবার | ১৪ |
৩০ | মঙ্গলবার | ১৫ |
আজকে আরবি মাসের কত তারিখ জুলাই ২০২৬
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (মুহাররম - সফর) |
---|---|---|
০১ | বুধবার | ১৬ |
০২ | বৃহস্পতিবার | ১৭ |
০৩ | শুক্রবার | ১৮ |
০৪ | শনিবার | ১৯ |
০৫ | রবিবার | ২০ |
০৬ | সোমবার | ২১ |
০৭ | মঙ্গলবার | ২২ |
০৮ | বুধবার | ২৩ |
০৯ | বৃহস্পতিবার | ২৪ |
১০ | শুক্রবার | ২৫ |
১১ | শনিবার | ২৬ |
১২ | রবিবার | ২৭ |
১৩ | সোমবার | ২৮ |
১৪ | মঙ্গলবার | ২৯ |
১৫ | বুধবার | ৩০ |
১৬ | বৃহস্পতিবার | ০১ (প্রথম সফর) |
১৭ | শুক্রবার | ০২ |
১৮ | শনিবার | ০৩ |
১৯ | রবিবার | ০৪ |
২০ | সোমবার | ০৫ |
২১ | মঙ্গলবার | ০৬ |
২২ | বুধবার | ০৭ |
২৩ | বৃহস্পতিবার | ০৮ |
২৪ | শুক্রবার | ০৯ |
২৫ | শনিবার | ১০ |
২৬ | রবিবার | ১১ |
২৭ | সোমবার | ১২ |
২৮ | মঙ্গলবার | ১৩ |
২৯ | বুধবার | ১৪ |
৩০ | বৃহস্পতিবার | ১৫ |
৩১ | শুক্রবার | ১৬ |
আরবি ক্যালেন্ডার আগস্ট মাসের আজকে কত তারিখ
ইংরেজি আগস্ট মাসের ১৪ তারিখ রোজ শুক্রবার আরবি রবিউল আওয়াল মাসের ১ তারিখ পড়েছে। রবিউল আওয়াল মাস মুসলিমদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ন একটি মাস। এ মাসের ১২ তারিখ অর্থাৎ ১২ রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মদ (সঃ) জন্ম গ্রহন করেন। ১২ রবিউল আওয়াল কে ”ঈদে মিলাদুন্নবী” বলা হয়। এ দিন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ছুটি থাকে। ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ (সঃ) কে ঘিরেই অবতীর্ন হয়েছে। তায় মুসলিমদের কাছে তার জন্ম ও অত্যন্ত গুরুত্বপূর্ন। আর তায় তিনি যে মাস টিতে জন্মগ্রহন করেছেন সেটিও আমাদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ন।
আরো পড়ুন: উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান
হযরত মুহাম্মদ (সঃ) মুসলিমদের কাছে এক আবেগের জায়গা। মহান আল্লাহতালা হযরত
মুহাম্মদ (সাঃ) কে মানবজাতির অগ্রদূত হিসেবে পাঠিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন
কিভাবে জীবন যাপন করতে হয়। কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। এক কথায়
আমাদের জীবনে সকল শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। মহান আল্লাহতালা, হযরত মুহাম্মদ
(সঃ) এর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন পবিত্র কুরআন মাজিদ, যা এক পরিপূর্ণ
জীবন বিধান। তাই মহানবী (সঃ) এর জন্ম এবং জন্ম মাস মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে।
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (সফর - রবিউল-আওয়াল) |
---|---|---|
০১ | শনিবার | ১৭ |
০২ | রবিবার | ১৮ |
০৩ | সোমবার | ১৯ |
০৪ | মঙ্গলবার | ২০ |
০৫ | বুধবার | ২১ |
০৬ | বৃহস্পতিবার | ২২ |
০৭ | শুক্রবার | ২৩ |
০৮ | শনিবার | ২৪ |
০৯ | রবিবার | ২৫ |
১০ | সোমবার | ২৬ |
১১ | মঙ্গলবার | ২৭ |
১২ | বুধবার | ২৮ |
১৩ | বৃহস্পতিবার | ২৯ |
১৪ | শুক্রবার | ০১ (প্রথম রবিউল-আওয়াল) |
১৫ | শনিবার | ০২ |
১৬ | রবিবার | ০৩ |
১৭ | সোমবার | ০৪ |
১৮ | মঙ্গলবার | ০৫ |
১৯ | বুধবার | ০৬ |
২০ | বৃহস্পতিবার | ০৭ |
২১ | শুক্রবার | ০৮ |
২২ | শনিবার | ০৯ |
২৩ | রবিবার | ১০ |
২৪ | সোমবার | ১১ |
২৫ | মঙ্গলবার | ১২ (ঈদে-মিলাদুন-নবী) |
২৬ | বুধবার | ১৩ |
২৭ | বৃহস্পতিবার | ১৪ |
২৮ | শুক্রবার | ১৫ |
২৯ | শনিবার | ১৬ |
৩০ | রবিবার | ১৭ |
৩১ | সোমবার | ১৮ |
আরবি মাসের ক্যালেন্ডার সেপ্টেম্বর ২০২৬
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (রবিউল-আওয়াল - রবিউস-সানি) |
---|---|---|
০১ | মঙ্গলবার | ১৯ |
০২ | বুধবার | ২০ |
০৩ | বৃহস্পতিবার | ২১ |
০৪ | শুক্রবার | ২২ |
০৫ | শনিবার | ২৩ |
০৬ | রবিবার | ২৪ |
০৭ | সোমবার | ২৫ |
০৮ | মঙ্গলবার | ২৬ |
০৯ | বুধবার | ২৭ |
১০ | বৃহস্পতিবার | ২৮ |
১১ | শুক্রবার | ২৯ |
১২ | শনিবার | ০১ (প্রথম রবিউস-সানি) |
১৩ | রবিবার | ০২ |
১৪ | সোমবার | ০৩ |
১৫ | মঙ্গলবার | ০৪ |
১৬ | বুধবার | ০৫ |
১৭ | বৃহস্পতিবার | ০৬ |
১৮ | শুক্রবার | ০৭ |
১৯ | শনিবার | ০৮ |
২০ | রবিবার | ০৯ |
২১ | সোমবার | ১০ |
২২ | মঙ্গলবার | ১১ |
২৩ | বুধবার | ১২ |
২৪ | বৃহস্পতিবার | ১৩ |
২৫ | শুক্রবার | ১৪ |
২৬ | শনিবার | ১৫ |
২৭ | রবিবার | ১৬ |
২৮ | সোমবার | ১৭ |
২৯ | মঙ্গলবার | ১৮ |
৩০ | বুধবার | ১৯ |
অক্টোবর ২০২৬ সালের ইংরেজি আরবি ক্যালেন্ডার
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (রবিউস-সানি - জামাদিউল-আওয়াল) |
---|---|---|
০১ | বৃহস্পতিবার | ২০ |
০২ | শুক্রবার | ২১ |
০৩ | শনিবার | ২২ |
০৪ | রবিবার | ২৩ |
০৫ | সোমবার | ২৪ |
০৬ | মঙ্গলবার | ২৫ |
০৭ | বুধবার | ২৬ |
০৮ | বৃহস্পতিবার | ২৭ |
০৯ | শুক্রবার | ২৮ |
১০ | শনিবার | ২৯ |
১১ | রবিবার | ৩০ |
১২ | সোমবার | ০১ (প্রথম জমাদিউল-আওয়াল) |
১৩ | মঙ্গলবার | ০২ |
১৪ | বুধবার | ০৩ |
১৫ | বৃহস্পতিবার | ০৪ |
১৬ | শুক্রবার | ০৫ |
১৭ | শনিবার | ০৬ |
১৮ | রবিবার | ০৭ |
১৯ | সোমবার | ০৮ |
২০ | মঙ্গলবার | ০৯ |
২১ | বুধবার | ১০ |
২২ | বৃহস্পতিবার | ১১ |
২৩ | শুক্রবার | ১২ |
২৪ | শনিবার | ১৩ |
২৫ | রবিবার | ১৪ |
২৬ | সোমবার | ১৫ |
২৭ | মঙ্গলবার | ১৬ |
২৮ | বুধবার | ১৭ |
২৯ | বৃহস্পতিবার | ১৮ |
৩০ | শুক্রবার | ১৯ |
৩১ | শনিবার | ২০ |
আরবি ক্যালেন্ডার নভেম্বর মাসের ২০২৬
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (জামাদিউল-আওয়াল - জামাদিউস-সানি) |
---|---|---|
০১ | রবিবার | ২১ |
০২ | সোমবার | ২২ |
০৩ | মঙ্গলবার | ২৩ |
০৪ | বুধবার | ২৪ |
০৫ | বৃহস্পতিবার | ২৫ |
০৬ | শুক্রবার | ২৬ |
০৭ | শনিবার | ২৭ |
০৮ | রবিবার | ২৮ |
০৯ | সোমবার | ২৯ |
১০ | মঙ্গলবার | ৩০ |
১১ | বুধবার | ০১ (প্রথম জমাদিউস-সানি) |
১২ | বৃহস্পতিবার | ০২ |
১৩ | শুক্রবার | ০৩ |
১৪ | শনিবার | ০৪ |
১৫ | রবিবার | ০৫ |
১৬ | সোমবার | ০৬ |
১৭ | মঙ্গলবার | ০৭ |
১৮ | বুধবার | ০৮ |
১৯ | বৃহস্পতিবার | ০৯ |
২০ | শুক্রবার | ১০ |
২১ | শনিবার | ১১ |
২২ | রবিবার | ১২ |
২৩ | সোমবার | ১৩ |
২৪ | মঙ্গলবার | ১৪ |
২৫ | বুধবার | ১৫ |
২৬ | বৃহস্পতিবার | ১৬ |
২৭ | শুক্রবার | ১৭ |
২৮ | শনিবার | ১৮ |
২৯ | রবিবার | ১৯ |
৩০ | সোমবার | ২০ |
ডিসেম্বর মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ (জামাদিউস-সানি - রজব) |
---|---|---|
০১ | মঙ্গলবার | ২১ |
০২ | বুধবার | ২২ |
০৩ | বৃহস্পতিবার | ২৩ |
০৪ | শুক্রবার | ২৪ |
০৫ | শনিবার | ২৫ |
০৬ | রবিবার | ২৬ |
০৭ | সোমবার | ২৭ |
০৮ | মঙ্গলবার | ২৮ |
০৯ | বুধবার | ২৯ |
১০ | বৃহস্পতিবার | ০১ (প্রথম রজব) |
১১ | শুক্রবার | ০২ |
১২ | শনিবার | ০৩ |
১৩ | রবিবার | ০৪ |
১৪ | সোমবার | ০৫ |
১৫ | মঙ্গলবার | ০৬ |
১৬ | বুধবার | ০৭ |
১৭ | বৃহস্পতিবার | ০৮ |
১৮ | শুক্রবার | ০৯ |
১৯ | শনিবার | ১০ |
২০ | রবিবার | ১১ |
২১ | সোমবার | ১২ |
২২ | মঙ্গলবার | ১৩ |
২৩ | বুধবার | ১৪ |
২৪ | বৃহস্পতিবার | ১৫ |
২৫ | শুক্রবার | ১৬ |
২৬ | শনিবার | ১৭ |
২৭ | রবিবার | ১৮ |
২৮ | সোমবার | ১৯ |
২৯ | মঙ্গলবার | ২০ |
৩০ | বুধবার | ২১ |
৩১ | বৃহস্পতিবার | ২২ |
আরবি বারো মাসের ক্যালেন্ডার ২০২৬ এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
দিবস / উৎসবের নাম | আরবি তারিখ | বার | ইংরেজি তারিখ |
---|---|---|---|
সবে মেরাজ | ২৭ রজব ১৪৪৭ | শুক্রবার | ১৬ জানুয়ারী ২০২৬ |
নিসফু সাবান | ১৫ শাবান ১৪৪৭ | মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারী ২০২৬ |
প্রথম রমাজান | ০১ রমজান ১৪৪৭ | বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারী ২০২৬ |
শবে কদর | ২৭ রমজান ১৪৪৭ | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ |
ঈদুল-ফিতর | ০১ শাওয়াল ১৪৪৭ | শুক্রবার | ২০ মার্চ ২০২৬ |
আরাফা | ০৯ জ্বিলহজ্জ ১৪৪৭ | মঙ্গলবার | ২৬ মে ২০২৬ |
ঈদুল-আযহা | ১০ জ্বিলহজ্জ ১৪৪৭ | বুধবার | ২৭ মে ২০২৬ |
তাশরিকের দিন | ১১ জ্বিলহজ্জ ১৪৪৭ | বৃহস্পতিবার | ২৮ মে ২০২৬ |
আরবি নববর্ষ | ০১ মুহাররম ১৪৪৮ | মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ |
পবিত্র আশুরা | ১০ মুহাররম ১৪৪৮ | বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬ |
ঈদে-মিলাদুন-নবী | ১২ রবিউল আওয়াল ১৪৪৮ | মঙ্গলবার | ২৫ আগস্ট ২০২৬ |
উপসংহারঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬
উপরে আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ক্যালেন্ডারের গুরুত্বপূর্ন দিবস গুলো জানানোর চেষ্টা করা হয়েছে। এই সকল গুরুত্বপূর্ন দিন গুলোর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনাও করা হয়েছে। এছাড়া ইসলামের অনেক বিষয় সম্পর্কেও অল্পস্বল্প আলোচনা করা হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদের সাধারন যে জিজ্ঞাসা সে সম্পর্কে সকল তথ্য সরবরাহ করতে। যেহেতু হিজরী ক্যালেন্ডার ছাড়া ইসলামের গুরুত্বপূর্ন অনেক বিষয় পালন করা সম্ভব নয় এজন্য হিজরী ক্যালেন্ডার অত্যান্ত গুরুত্বপূর্ণ।
সকল আলোচনা থেকে আমরা দেখতে পায়, রমজানের রোজা পালন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আরবি নববর্ষ, আশুরা, ঈদে মিলাদুন্নবী সহ সকল ধরনের ধর্মীয় ইবাদাত ও দিবসের সাথে আরবি ক্যালেন্ডার ওতপ্রত ভাবে জড়িত। প্রতিটি জিনিস করার ক্ষেত্রে ক্যালেন্ডার প্রয়োজন। তবে আরবি ক্যালেন্ডার এর ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখা লাগবে তা হলো এই ক্যালেন্ডার সুনির্দিষ্ট নয়। এটি চাঁদের ওপর নির্ভরশীল। এছাড়া “আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬”- এ সম্পর্কে যে কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে বক্সে প্রকাশ করুন। এমন আরও প্রয়োজনীয় তথ্য সম্বলিত বাংলা আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।
ইনফোটেক অ্যাডভাইজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url